#কুয়াশা#
সামনে যতদুর নজর চলে
কুয়াশাবৃত তুমি
কেবল ধোঁয়া তুমি টা অদৃশ্য
মনে হল মুক্তি করেছো বাঁধন
যে বন্ধন জড়িয়ে পেঁচিয়ে মারছিল
#দংশন#
বাঁধন খসেছে ভাবতেই
সুতোয় পরলো টান
যা নেই বলে জানলাম
তারই পাকেঁ পাকেঁ হৃদয়
সাতবার বাঁধা পরলো
#আবেগ#
কুয়াশাবৃত হয়ে যে বাধঁন
বেদনায় নীল হয়ে ফুটছিল
সেগুলিই ফুলের মালা হয়ে
অনুভুতির সীমারেখায়
আপনি এসে ধরা দিল
#বোঝাপোড়া#
নাহ্ রাগ নেই, অভিমান নেই
সারাদিনের পর ঝরে যাওয়া,
নেতানো রজনীগন্ধার শ্রান্ত হাসি দিয়ে
তুচ্ছ কথার অন্তরালে
অনারম্বর চেষ্টায় সংকোচ মুছে ফেলে
------নিষ্পলক চেয়ে ম্লান হাসি হাসলাম