মনের সকল সুপ্ত চাওয়া
যা আগলে রেখেছি যতনে
পূরণ করতে পারিনি আজ ও
আজও আছে গোপনে।
তুমি কি পারো বুঝিতে প্রিয়?
সকলি তোমারি তরে
সঁপিতে চেয়েছি বারে বারে
পারিনি দিতে উজাড়ে।
তুমি কি আমায় আজও রেখেছ মনে?
একটু ভাল আজো কি আমায় বাস?
যদি একটি বার জড়িয়ে আমায় বল
হ্যাঁ গো প্রিয়া আমি সব পেয়েছি তোমাতে
যাহা আমি ভাবি সুপ্ত আসলে যদি হয় অবগত
ধন্য আমার মানব জন্ম তোমার ভালবাসাতে।।