ক্ষুধার্ত শিশুটার চোখ দুটো যেন মায়ায় ভরা
মুখ খানি শুকিয়ে গেছে ওর
এদিক ওদিক চাইছে হয়ত কারো অপেক্ষায়
হয়তো এভাবেই বসে আছে দিনভর।
হটাত কি যেন দেখতে পেলো ও
গাড়ীর জানালা দিয়ে ফেলে দেয়া আইসক্রিম এর কাপ,
পরম তৃপ্তিতে ওটাই খেল শিশুটা
অবশিষ্ট রইল না কিছু আর।।
কেউ বলেনা ওদের হাত ধুয়ে খাবার খেতে
কেউ বলেনা খাবার পর হাত ধুতে;
প্রকৃতির খেয়ালে বাড়বে ওরা
বড় হবে মায়ের মতন যত্নে।।
কখনও দোলনায় দুলিয়ে ওদের মা ওদের ঘুম পাড়ায় নি
তবে পথ ওদের কখনও ফিরায় নি
নিয়েছে কোলে তুলে
বুকের উপর দিয়েছে ঘুমাতে;
পথ শিশু ওরা এটাই ওদের পরিচয়
আমাদের সন্তান এই পৃথিবীর সন্তান ওরা।।