যে চলে যায় সে বুঝি আর আসে না
কখনও মনের জানালায় উঁকি দেয় না
অভিমানে যখন মন ভরে যায়,
এসব কথারা তর্কে লিপ্ত হয়।
আমি মনে মনে আজো আশা করি
ফেলে যাওয়া পথে কাওকে হয়তো খুঁজি;
স্মৃতি রা পড়ে রয় শুকনো পাতার মত
আমার কাছে সেগুলই অম্লান ঝিনুকের মুক্তোর মত।
মুক্তোর সন্ধানে আমি সত্যি মুক্তো খুঁজে পাই
বিশ্বাস কর ওগুলো শুকনো পাতা নয়।
আমার হৃদয়ে আজো তুমি আছো;
একই ভাবে একই অপেক্ষায়।।