আগুনটাকে দেখতাম রোজ সারাক্ষণ
অনেক দূরে,
অনেক অনেক দূরে।
কেমন একটা অস্বস্তি লাগতো সারাক্ষণ
সে আগুনের তাপ যেন
কিছুটা ছুঁয়ে যেত আমাকে রোজ।
আজ তাই বেরিয়ে পড়েছিলাম
উৎসের খোঁজে।
যত এগিয়েছি
তত বেড়েছে অস্বস্তি ,
তত বেড়েছে জ্বালা।
অনেক,
অনেকটা যাওয়ার পর
খুঁজে পেয়েছিলাম বন্ধু।
খুঁজে পেয়েছিলাম আগুনটাকে।
আর পেয়েছিলাম
একটি জ্বলন্ত অর্ধদগ্ধ মন।
খুব
খুব চেনা লেগেছিলো মনটাকে।
বড্ড আপন
একান্তই আপন।
কিন্তু চিনতে পারিনি আগুনটাকে।
আজও।