পারি দিব্য স্রোতে গা ভাসিয়ে
সময়মত একটু
শুধু একটু হাত পা ছুঁড়ে,
পছন্দসই একটি পাড় খুঁজে,
পারি থিতু হয়ে যেতে।
রূপ রস গন্ধ
আমাকেও টানে প্রতিনিয়ত ।
কিন্তু স্রোতের বিপরীতেই যে উৎস।
তাই হাত ,তাই পা
ছুঁড়ে চলি অবিরত।
তবে পাড়ের খোঁজে নয়।
বা নয় কোনো মোহনার আকর্ষণে।
শুধু এবং মাত্র শুধু
সেই এক ও মাত্র এক উৎসের খোঁজে।