আর কতদিন?
কতযুগ কত শতাব্দী ?
শুধু দর্শক হয়ে থাকবো?
নিমিত্ত মাত্র ক্ষমতা নিয়ে
এ বিশাল
আদিহীন অন্তহীন সৃষ্টির মাঝে
আর কতদিন
সইতে হবে এ বেনিয়ম?
অসহ্য প্রারব্ধের অজুহাত ?
কি অপরাধ সেই নবজাতকের
যার বোধের আগে
সইতে হয় নিরন্তর ক্ষুধার জ্বালা?
অপরাধ আমার।
অক্ষমতা আমার।
শুধুমাত্র আমার অক্ষমতার অপরাধে।
আমার সীমিত ক্ষমতার অজুহাতে
চলেছে এ অরাজকতা ।
এ বেনিয়ম।
উপায় আছে।
আলবাৎ আছে।
আমাকে ঈশ্বর হতে হবে।