শুধু তুমি বলেছিলে তাই।
একটু স্বাভাবিক হতে চাই।
চিন্তাগুলোকে একটু গতানুগতিক ,
একটু বহির্মুখি, একটু গোছালো
অনেকটা উদার,
পারলে বারেবারে ডুব দেওয়া বন্ধ করে
বেশ কিছুক্ষণ নিয়ম করে
পাড়ে বসে জিরোতে চাই।
ফুল তো আজও ফোটে তাই না?
না হয় নাই বা ছুলাম।
সুবাসটুকু আরো একবার পেতে চাইì
আগের মত জগতটাকে
মুগ্ধ হয়ে দুচোখ ভরে দেখতে চাই।
আমার দুচোখে ,
তোমার অদেখা যা কিছু আছে,
সবটুকু আমি দেখাতে চাই।
শুধু তোমার জন্য
আরও একবার ফিরতে চাই।
শুধু তুমি বলেছিলে তাই
“তোমাকে খুশী দেখতে চাই”।
“তোমাকে সুখী দেখতে চাই”।
ওকে,ডান।
লেটস্ গিভ ইট আ ট্রাই!!!!!!