জানিনা আত্মা ।
দেখিনি তাকে।
পাইনি খুঁজে
ইহজগতের অনুভুতি বাদে
পৃথক কোনো চৈতন্য।
পাইনি খুঁজে
পৃথক কোনো সত্তাও।
মানি অক্ষমতা আমার
হয়তো আঁধার ভরা আধার ।
বারেবারে
অনুসন্ধান শেষে,
আত্মার বদল খুঁজে পেয়েছি
চৈতন্য নয়
শুধু
এন নাম্বার অফ তথ্য।
আমি চলে গেলেও
আত্মা নয়
শুধু রয়ে যাবে কিছু তথ্য।
মিথ্যা নয় এটাই হয়তো সত্য।
হয়তো এটাই নেপথ্য ।
দেখো একদিন অমৃত হবে তথ্য।