শুধু তোমার জন্য।
প্রেম জুটলো না আমার এ জীবনে।
সেই  তোমার হাসি ।
"একে ভালোবাসি তাকে ভালোবাসি"।
শুনে
সেই তোমার হাসি।
অসহ্য ।
মরণ আমার মরণ, তোমার হাসি।
বলিনি তো কোনোদিন,
”তোমায় ভালোবাসি”।  
শুধুই
"একে ভালোবাসি তাকে ভালোবাসি"।
তবুও  সেই তোমার হাসি।
অসহ্য ।
সত্যিই আজও তোমায় না।
"একে ভালোবাসি তাকে ভালোবাসি"।
তবুও  সেই তোমার হাসি।
অসহ্য ।