কখনও তোমারও এমন হয়?
তোমার স্বপ্নেতে ঘুম পায়?
স্বপ্নের কোলে মাথা রেখে ঘুম  
নতুন স্বপ্ন চায়?
                
কখনও তোমারও এমন হয়?
তোমার কবিতা ভাষা হারায়?
অনেকদিনের লেখা কবিতারা
নতুন শব্দ চায়?

কখনও তোমারও এমন হয়?
তোমার ছবি পট ছেড়ে যায়?
একলা পট তুলির কাছে
নতুন ছবি চায়?

কখনও তোমারও এমন হয়?
তোমার সময় থমকে যায়?
মুহূর্তগুলো তোমাকে আবার
নতুনভাবে চায়?

আমার তো হয়।