চোখের সামনে দেখি
আমারই লেখা কবিতা থেকে
খসে পড়তে প্রতিবার
এক একটা শব্দকে,
এক একটা অক্ষরকে,
সবকটা যতিচিহ্নকেও।
এক এক করে দেখি
আলাদা হয়ে ঝরে পড়তে।
তবুও আবার লিখি
জানি ঝরে যাবে আবার,
আবার সবাই এক এক করে ।
জানি যতবার আসবে ঢেউ
ততবার ভাঙবে আমার বালির প্রাসাদ।
তবুও আমি লিখি
কারণ?
কারণ আমি একজন কবি।