একটি পাঠকও খুঁজে পায়নি আমার কবিতা।
শুধু কবিদের স্তুতি  ।
কতই না আকার, কতই না আকৃতি ।
বোধ নিদান দানে ক্লান্ত,
বড় ,বড়ই পরিশ্রান্ত ।
তবুও চলে আমার কলম,
নির্লজ্জ  আমার অহম।
তবু তবুও
তবুও চলে আমার কলম।