দুটি মুহূর্তের ঠিক মাঝে আমি।
দাবী দুপক্ষেরই, কার আমি?
তবু ফুল ফোটে নিঃশব্দে সেই আগেরই মত।
ঝর্ণার জল অবিরত ঠিক আগেরই মত।
দুটি মুহূর্তের ঠিক মাঝে আমি।
দাবী দুপক্ষেরই, কার আমি?
তবু শান্তি ,
আমবস্যা পূর্ণিমা জানান দেয় আমি আছি।
আমি আছি
বলে গোধূলি, বলে তিষ্ঠ ক্ষণকাল ।
বলে মুহূর্ত তো মাত্র দুটিই।
কেন তবু?
তবু কেন?
দুটি মুহূর্তের ঠিক মাঝে আমি।
দাবী দুপক্ষেরই, কার আমি?