এমন কি আছে ?
যেথায়
নাঃ। “আছে” শব্দটা ভুল হোলো।
কেন হোলো বুঝবে পরে।
আর একটু পড় ধৈর্য্য ধরে।
তবুও শব্দটা ব্যবহার করতেই হবে।
নিরূপায় কিছুটা ভুল করতেই হবে।
এমন কি আছে?
যেথায়
আলো নেই আঁধার নেই।
পূণ্য নেই পাপ নেই।
নেই দিক নেই দিগন্ত ।
নেই আদি নেই অন্ত।
নেই নেই যেথায় কিচ্ছু নেই।
নেই নেই।
আছেটাও নেই।
এমনকি নেইটাও নেই।
তবে কি
এমন জায়গাই নেই?
না হলে তো বলতে হয়
অন্তত সেখানে জায়গাটুকু আছে।
নাকি নেইএর জগতেই সবটুকু আছে।
নাকি ভুল হোলো পুরোটাই
আমাদের চিন্তার টিকি বাঁধা আছে?