একজনের সঙ্গে দেখা করতে হবে।
বড্ড তাড়া ছিলো।
হেলতে দুলতে পরের ট্রেনটাই ধরলাম।
নেমে গেলাম পরের স্টপেজে
বাসটায় বড্ড ভিড় ছিলো বলে।
পরের প্লেনটাই ধরে নিলাম।
মাঝপথে লাইনে অবরোধ
বাধ্য হয়ে নেমে পড়লাম।
দেরী হবে জানিয়ে দেওয়া উচিত।
ফোনটা বের করলাম পকেট থেকে।
সিগরেটটা বের করে প্যাকেটটা ঢুকিয়ে রাখলাম।
লাইটারটা সবে বের করেছি ফোনটা ধরাবো বলে।
হঠাৎ দেখি পরের বাসটা আসছে,
হাত দেখিয়ে উঠে পড়লাম।
মাঝপথে হঠাৎ রিকশাওয়ালাটি জানালো
আর যেতে পারবে না,
টায়ার পাংচার।
কেন যে ফুল ট্যাংক করে বেরোয় না।
অগত্যা হাঁটা।
ট্রেনের মধ্যে কতটা আর হাঁটা যাায়।
শুনলাম অবরোধ উঠে গেছে।
বাসটা আবার ছাড়লো।
কিছুটা যাবার পর
প্লেনটায় হঠাৎ খুব ঝাঁকুনি হতে শুরু হোলো।
বোধহয় রাস্তাটা খুব খারাপ।
ধড়মড়িয়ে ঘুমটা ভেঙে গেলো।
ঘুম ভাঙতে
বড্ড দেরী হয়ে গেছে।
একজনের সঙ্গে দেখা করতে হবে।
বড্ড তাড়া ছিলো।