লগ্ণ আমার অহংকার
রাশি যদিও চাপ।
এ তথ্য বড্ড গোপন
প্রকাশ কোরো না বাপ।
ধোপদুরস্ত পোশাক আমার
গেন্জী কিন্তু ফুটো।
মুক্তো বলে বেচছি যাকে
ষোলোআনাই ঝুটো।
ফর ফর ফর বকম বকম
চলছি বকে বটে।
মুখটাই শুধু ভরা জেনো
শূণ্য ভরা ঘটে।
চালাচ্ছি এ পেট ভরাতে
বন্ধু কোরো মাপ।
এ তথ্য বড্ড গোপন
প্রকাশ কোরো না বাপ।