যেদিকে তাকাই
সবদিকে শুধু ভুল আর ভুল।
কত ভুল এই সৃষ্টিতে।
মনে তো হয়
গোড়ায় গলদ।
সবদিকে শুধু ভুল আর ভুল।
সবই যদি ক্ষণিকের হবে।
উপরন্তু
কিছু পেতে গেলে কিছু ছাড়তে হবে।
তবে তো
মাছের তেলেই মাছ ভাজা হবে।
যদিও কিছুটা অস্বস্তি,
তবুও স্বস্তি।
যখন ভাবি
ভুলে ভরা এই সৃষ্টিতে
আমিও একটি ভুল।
আমার ভাবনাগুলোও ভুল।