সেদিন স্বপ্নের ডানায় ভর করে,
সময়কে অনেকটা পিছনে ফেলে,
বেশ খানিকটা এগিয়ে গিয়েছিলাম।
অনেক দিন অনেক রাত
হয়ত অনেক বছর
এক ঝটকায় মুছে ফেলে।
স্বার্থপরের মত
অনেক ফুলের শৈশব কেড়ে
শুধু ফোটার দিনটাতে।

পেয়েছিলাম বন্ধু ,
বিশ্বাস কর পেয়েছিলাম
সবকিছুই,
যা ছিলো কল্পনারও অতীত।
সবাইকে এড়িয়ে,
সবার আগে
পেয়েছিলাম সব চাওয়াকে।
শুধু
শুধু খুঁজে পাইনি নিজেকে।

হয়ত স্বপ্ন বলেই।
নাকি
সত্যিই তাই।
নাকি
এগিয়ে গিয়েছিলাম অনেকটাই।