স্বপ্ন
আমি ঃ এই যে শোনো।
এক কথা আর বোলো না।
আমার মাথাটা গরম কোরো না।
মনে থাকলে আনব,
না হলে আনতে পারব না।
বংশটা জমিদারদের।
তামিলের কাজ তাঁবেদারদের।
হাটাও যত আবোলতাবোল
কাজ গাদাগুচ্ছের।
বরং কবিতা আমার পড়ো,
ঘরের কাজ করো।
শুনে নিয়েছ?
এবার তুমি যেতে পারো।
............................................................
বাস্তব
উনি ঃ এই যে শোনো।
সারাদিন কি যে করো।
লিস্টটা পকেটে ভরো।
অফিস থেকে ফেরার পথে
আড্ডা এবার ছাড়ো।
এই বার তুমি দেখো,
আমি আছি মনে রেখো।
লিস্টের ঐ উল্টোদিকে
ছাইভস্ম যদি লেখেো ।
বুদ্ধি হবে যে কবে।
আমি মরে গেলে তবে?
কপাল আমার পুড়েছে কবেই
কবে যে মানুষ হবে।