রাত বাড়লে ভাঙে ঘুম
দৃষ্টি হয় স্বচ্ছ ।
অন্ধকারে মানিয়েছে
হয়ত দুচোখ।
আলোর ঝলকানি হয়ত কোনোদিন
কেড়েছিলো সব স্বপ্ন ।
হতেও পারে কোনোদিন
আগুন কমিয়েছিল
জলের উত্তাপ।  
হয়ত কোনোদিন দুচোখ
দৃষ্টিকে করেছিল অস্বীকার,
অনুভবে ডুবেছিল মন।
চোখের আড়ালে নতুন স্বপ্নে
পলক নির্বিকার ।
অথবা
হয়ত রাতেই ভাঙে ঘুম
স্বপ্নকে করে অস্বীকার ।