জানি আকাশের রঙটা নীল।
তবু জানিনা কেন!
তুলি ধরলেই
প্রতিবার আমার আকাশ বদলায় রঙ।
কখনও লাল কখনও হলুদ
কখনও সবুজ
আবার কখনও হয়ত নীল।
কখনও ফুলে
কখনও শুধু শুকনো পাতাতেও
ভরে ওঠে আমার আকাশ।
সাতের মধ্যে ছবারই
হয় দুর্বোধ্য আমার আঁকা ছবি।
রঙ করতে গেলেই
ফুলগুলো পাতাগুলো
বেমানান রঙে আকাশজুড়ে বসে।
তাই আমার বোধের আকাশে
আমার জন্য না হয়
একটু ফিকে হয়েই এসো,
কিন্তু এসো তুমি,
শুধু তুমিই এসো অপরাজিতা
শুধু তোমাকেই চাই।
সত্যিই তো আকাশকে পাতাল নয়
আকাশই বুঝুক সবাই।