আমি
যা সংগ্রহ করছি জন্মাবধি,
সুক্ষ স্থূল সব সবটাই,
পুরোটাই যে ঋণ তা বুঝি।
কর্মটা যে সুদ তাও না হয় বুঝলাম।
ভালো মন্দ কিছু না কিছু
সুদ গুনছিও অবিরত।
খুব খুব খুবই নগণ্য হলেও
অবদান রাখছিও ।
বুঝছিও যে এ ঋণ
শুধুমাত্র সৃষ্টি সচল রাখার জন্য।
আমি শুধু নিমিত্তমাত্র।
সময় ফুরোলে
শোধ দিতে হবে পুরোটাই।
ধন্দ শুধু একটাই।
এই যে
আমি!!!
দেহ নয় মন নয়
নয় বোধও।
সেটাও  ঋণ নয়তো?
সময় ফুরোলে
ফেরত দিতে হবে নাতো আমিটাও?
হয়তো তাই।
প্রতিবার রয়ে যায়
সৃষ্টিটাই।
প্রতিবার রয়ে যায়
কর্মটাই।
প্রতিবার রয়ে যায়
সুদটাই।