সারাটা জীবন ধরে
যাকে করো ঘৃণা ।
যাকে এড়িয়ে চলো প্রতি পদক্ষেপে।
ঢেকে রাখো যাকে মিথ্যের প্রলেপে।
কিন্তু সে।
কখনও এক কখনও দশ
কখনও আশী
কখনও তারও বেশী
কখনও বছর
কখনও দিন ঘন্টা মুহূর্ত ।
অপেক্ষা করে সারাটা জীবন।
যেদিন
ছিন্ন হয় সব বন্ধন
সবাইকে ছেড়ে তুমি হও একা
সেদিন
তোমার একাকিত্বের
তোমার নিঃসঙ্গতার
সঙ্গী হবে বলে,
অপেক্ষা করে সারাটা জীবন।
জানিনা
একেই হয়ত বলে প্রেম
আর হয়তো
শ্রেষ্ঠ প্রেমিক বা প্রেমিকার নাম
মৃত্যু।