একটি ভাবের ঘরের সত্তা ।
ভুল করে ঢুকে পড়েছিলো একটি আসরে।
আসরটির নাম সৃষ্টি।
হিসাবনিকাশ অপর নাম যাঁর।
হিসাব মিলে গেলেই নিকাশ ।
নয়ত শিকে ছিড়লে
ভাগ্যের যুক্তিতে বিকাশ ।
তবু অলক্ষ্যে।
শুধু অসংখ্য ভ্রান্তি। আর একটি মাত্র আকাশ ।
আর একটিমাত্র অসহায় পৃথিবী ।
সফলতার সাক্ষ্য বয়ে ক্লান্ত।
ক্লান্ত সে ভাবের ঘরের সত্তাটিও।