কিছু স্বপ্ন ছুঁড়ে ফেলা গেলেই ভালো হোতো।
কিছু ফুল না ফুটলেই ভালো হোতো।
স্বপ্নের নামে কিছু দুঃস্বপ্ন ।
হাঃ। ঈশ্বর প্রযত্ন ।
প্রতিটি ফুলের নাম শুধু যদি হোতো ঝড়ে যাওয়া
কুঁড়িতেই। বেশ ভালো হোতো।
ঈশ্বরের নাম যদি হোতো শয়তান ।
আরও আরও ভীষণ ভালো হোতো।
আমার ভক্তির নাম যদি হোতো বিদ্রোহ।
আরও আরও আরও ভীষণ ভালো হোতো।
আর এ কবিতার কবি যদি সত্যিই ঈশ্বরই হোতো।
সত্যিই সোনায় সোহাগা হোতো।