যতগুলো বলেছি সংলাপ
গান গাওয়ার নামে এতদিন।
যতগুলো লিখেছি প্রলাপ
কবিতা লেখার নামে এতদিন।
সব সব জঞ্জাল ।
অহংকারের কঙ্কাল ।
গাইনি কোনো গান কখনও।
হয়ে ওঠেনি লেখা একটি কবিতাও কখনও।
শুধু সংলাপ গানের নামে।
শুধু প্রলাপ কবিতার নামে।
তবে গাইবো গান কোনো একদিন।
লিখবোও কবিতা কোনো একদিন।
তবে সেদিন গাইবো প্রলাপ।
লিখবো সংলাপ ।