কেন এত ব্যতিক্রমতা আমার?
কেন আয়নার প্রতিফলনে
সঠিক ধারে সিঁথির খোঁজ তোমার?
মজ্ঝিমপন্থাই হয়ত সিদ্ধি ।
তবু মাঝখানে সিঁথি
শুধু সঠিক প্রতিফলনের লোভে।
মানে না মন আমার।
এলোমেলো হতে চায় মন
চরম সিদ্ধি ভুলে।
এলোমেলো চুলে।
রইল সিঁথি রইল তোমার চিরুনির সাথে।