শূণ্য তুমি কে?
উপস্থিতি ? তা তো নয় বোঝে এ মূর্খ ও।
অনুপস্থিতি ? তাই বা কেমনে।
তবে তো অনুপস্থিতির উপস্থিতিই গ্রাহ্য ।
তবে কি একটি মোহনা?
অসীম হতে আগতদের?
নাকি উৎস?
অসীমের পথচারীদের?
মন মানেনা, ভরেও না গণিতে।
মনপসন্দ নামকরণের কারখানা ।
অসীমের অংশ কেটে
আহ্লাদে আটখানা ।
তবে
শূণ্য তুমি কে?
তবে কি তোমার পরিচয়,
“তুমি কে?”