কেন সুখে থাকবো না।
দিব্য সুখে আছি।
শুষে নিয়েছি সমস্ত
দুঃখ কষ্ট শোক তাপ
এ জগত থেকে।
করে নিয়েছি একেবারে নিজের,
একেকবারে অনেকটা করে।
স্বার্থপরের মত
ভাগ দিইনি কাউকে।
এখন তাই
পড়ে রয়েছে যা জগত জুড়ে
তারই সমষ্টিগত নাম শান্তি।
এখন রোজ
তাই স্পর্শ করে যায় আমায়।
জগত জুড়ে যা দেখি বুঝি অনুভব করি,
তা সবটাই শুধু সুখ।
তা সবটাই শুধু আনন্দ ।
এবার বলো
কেন সুখে থাকবো না।
দিব্য সুখে আছি।