মনে আছে সেদিনটা।
সেই পার্কটা, সেই বেঞ্চিটা।
সেই কি যেন গাছটা।
বলেছিলে দুহাত ধরে,
বড্ড আপন করে,
"একটু বসিনা দুজনে"।
বসিনি।
ধাতে সয়না গাছের ডাল,
নায়ক নায়িকা,
গায়ক গায়িকা।
তার ওপরে গাছের ডালের কাকটা।
সয়না ধাতে আজও।
তবু যাই পার্কটাতে, এখন।
আছে বেঞ্চিটা ,আছে গাছটাও।
হয়ত কাকটাও।
শুধু