মাগো এত কাঁদছো কেন এবার?
দেখো সব ঠিক হয়ে যাবে।
কই আমরা তো কাঁদছি না আর।
তোমার সন্ততি আমরা।
তোমার রক্তে রক্তিম ।
অসুর নিধন কৌশল মজ্জায় মজ্জায়।
শুধু মাগো জোটাও একজোটে।
ভিন্নপথ ভিন্নমত যেন মেলে এক পথে।
পথ হোক মত হোক একটাই।
রোগ নয় জরা নয় ব্যাধি নয়,
চিরতরে নিপাত যাক
মুষ্টিমেয় অসুরগুলোর ধান্দাবাজিটাই।
শুধু মাগো জোটাও একজোটে।
আবার আমরা যুদ্ধ চাই।
তোমার সন্ততি আমরা।
তোমার মত অসুর নিধন আরও একবার।
এবার না হয় আমরা করি।
সাক্ষী থাকুক জগতটাই।
আর কেঁদোনা মাগো,
আবার দেখো আসছে বছর।
দেখো
বদলে গেছে জগতটাই।
বলব না হয়
বলব সেদিন যুদ্ধ নয় শান্তি চাই।