এখন আর
স্বপ্ন দেখিনা।
এখন স্বপ্নে শুনি,
দূর হতে ভেসে আসা
অজস্র গুণমুগ্ধ করতালির শব্দ।

ভেসে আসা নিরন্তর চোঙায়
আশার ,লড়াই এর ,
দিনবদলের শব্দ।
ভেসে আসা
অজস্র গুণমুগ্ধ করতালির শব্দ।

কড়ি গোনার শব্দ।
পর্দার আড়ালের হালকা
করমর্দনের শব্দ।
ভেসে আসা
অজস্র গুণমুগ্ধ করতালির শব্দ।

মধ্যরাতে বুকফাটার শব্দ।
ভোরবেলার
স্বপ্নভঙ্গের শব্দ ।
ভেসে আসা
অজস্র গুণমুগ্ধ করতালির শব্দ।

কান পেতে শুনি,
স্বপ্নের দেওয়ালে
ধাক্কা খেয়ে
ভেসে আসা
আমারও গুণমুগ্ধ করতালির শব্দ।

থামেনা  গুণমুগ্ধ করতালির শব্দ।