একটি কবিতার শিরোনাম,
দিতেই ছুটে যায় ঘাম।
তবু নাকি লেখা যায় একটি কবিতা।
অতি অনায়াসে।
কারই বা তাতে কিছু যায় , বা আসে।
লিখছি আমিও
লিখছো তুমিও।
আবোলতাবোল ।
শুধুমাত্র কিছু হট্টোগোল আর কিছু শোরগোল ।
কবিতার নামে তুমিও
আমিও।
তবু এসে ঠেকে যাই প্রতিবার ,
যাও তুমিও প্রতিবার।
মাত্রই তো একটি শিরোনাম।
তবুও
একটি কবিতার শিরোনাম,
দিতেই ছুটে যায় ঘাম।
তবু নাকি লেখা যায় একটি কবিতা।
অতি অনায়াসে।