মন আরও
আরও আরও অনেক কিছু চায়।
সেই
আছে অথবা নেই,
শূণ্য অথবা এক।
বড়ই সীমাবদ্ধতা জন্মসূত্রে পাওয়া বোধের।
ক্লান্ত অবসন্ন সীমাবদ্ধ সম্ভাবনার দাসত্বে ।
মন চায় একের সঙ্গে শূণ্যের সংযুক্তি ,
হয়ত সম্ভাবনার চিরতরে মুক্তি।
নয়ত
শূন্য এক ব্যতীত
আরও আরও আরও অনেক সম্ভাবনা
দূর করুক আমার বোধের সীমাবদ্ধতা ।
ক্লান্ত শূণ্য , ক্লান্ত এক
তোমাদের একঘেয়ে পুনরাবৃত্তিতে।
মন আরও
আরও আরও অনেক কিছু চায়।