তোমাকে ছুঁতেই পারতাম সেদিন,
জানি বাধা দিতে না তুমিও
মনও চেয়েছিল শরীরকে সেদিন।
হয়ত তুমিও চেয়েছিলে স্পর্শ ।
সাক্ষী দুটি চোখ তোমার সেদিন,
চেয়েছিলো নতুনভাবে জানতে আমাকে।
ছেয়েছিলো তোমাকে দেওয়া গোলাপটাও,
চেয়েছিলো দূর থেকে ভেসে আসা
জুঁইএর গন্ধটাও।
হাঁটার পথটাও রেখেছিল ফাঁকা নিজেকে সেদিন।
ছুঁয়েছিলাম কি সেদিন?
বহুকষ্টেও মনে পড়ে না আজ।
ছুঁইনি সেটুকুই মনে থাক,
পথের কাহিনী পথেই শেষ হয়ে যাক।
অতীতের ক্ষণ অতীতেই শোভা পাক।