সে স্তব্ধতাই ভালো।
অন্ধকারই হয়তো আলো।
হয়তো  দুচোখ নির্বোধ ,মায়ায় মত্ত।
শর্তসাপেক্ষ  ,প্রদত্ত  ।
তবু
সে স্তব্ধতাও কি ভালো?
সে অন্ধকারও কি আলো?
নয়তো কি তাও?
হয়তো কি তাও!
শর্তসাপেক্ষ  ,প্রদত্ত  ।