তবুও
চাই শান্তি।
যদিও
ঠিক বুঝিনা কাকে বলে,
পেয়েছিলাম কিনা কোনোদিন,
তাও তো মনে পড়ে না।
কি অদ্ভুত না?
যাকে চিনিনা, জানিনা ,
ঠিক করে বুঝিনা।
তাকেই চাই।

তবু মনে হয়
হয়ত শান্তি মানে
“ দুঃখ না হয় থাকুক আমার
   গোটা জীবন ধরে
   তবে যেন ,তা না আমার
   সুখকে স্পর্শ করে”।
অলীক কল্পনা,অশেষ যন্ত্রণা ,
হয়ত মুক্তির সম্ভাবনা ।
হয়ত তাই,
তাকেই চাই।