গতানুগতিকতা আর সে ,
ভিন্ন দুই মেরু।
ফলস্বরূপ
দুঃস্বপ্ন ,দুর্যোগ , দুর্ভোগ ।
অবিচ্ছেদ্য ,অনিবার্য প্রতিবার।
তবু অক্লান্ত অহং
ব্যতিক্রম তকমার  মোহে,
ঘুরে দাঁড়ায় প্রতিবার।
খোঁজে
পালঙ্কে শুয়ে ফুটপাথ
আর
ফুটপাথে শুয়ে জান্নাত।