কি করে বলি তুমি নেই।
সময় যতই আমার থেকে
তোমাকে কাড়তে চায়।
ঝরার আগে প্রতিটি অশ্রু
তোমাকেই রেখে যায়।
আমার গোটা সত্তা জুড়ে
রয়ে গেছো তুমি।
ঠিক যেমনটি ছিলে ঠিক তেমনটিই।
হয়তো স্পর্শ আজ নয় ততটা স্থূল ।
হয়তো দুই চোখ নয় আজ দৃষ্টির সম্বল।
হয়তো অনুভব মেলেছে তার সহস্র নয়ন।
আরও বেশী
অনেক বেশী আজ তুমি আমার।
শুধুই আমার।
পারোনি তুমিও জানি,
আজও পারোনি নিয়ম মেনে
শেষ পা টা ফেলতে।
জানি অপেক্ষায় আছো তুমিও
আছি আমিও।
সাতপাকে বাঁধা তুমিও
সাতপাকে বাঁধা আমিও।