বড় কঠিন সত্য।
মেনে নেওয়া আরও কঠিন।
তাই ভুলে থাকি সারাক্ষণ
ভুলে থাকতেই সমর্পণ ।
ভুলে থাকতেই আমার ঈশ্বরকে
দিয়েছি সর্বস্ব
করেছি তাকে সর্বশক্তিমান ।
না হলে
মেনে নিতে তুমি এমন ঈশ্বরকে
না আমি
যদি ঈশ্বর বলতেন
“হে মানব শুনে রাখো
শক্তির নিরিখে তুমি ঢের শক্তিমান
আমার চেয়ে।
আমি তো শুধু এক স্বয়ংক্রিয় পদ্ধতিমাত্র।
নিয়ন্ত্রণ এক অলীক কল্পনামাত্র”।
আমি তো পারতাম না।
তাই ভুলে থাকতেই সমর্পণ ।
ভুলে থাকতেই আমার ঈশ্বরকে
দিয়েছি সর্বস্ব
করেছি তাকে সর্বশক্তিমান ।