অসংখ্য শব্দ এসে ভিড় করে রোজ ।
সবাই নিজের পছন্দ মত পংক্তি
খুঁজে নিতে চায়।
চায় মান্যতা,
চায় অন্তর্ভুক্তি ,
চায় নিজস্ব ভাবের প্রকাশ ।
বাধ সাধি আমি।
কিছুকে করি বাতিল,
কিছুকে মানিয়ে নিই আমি,
কিছু নিজেই হারিয়ে যায় ক্লান্তিতে,
কিছু আমার ইচ্ছায় সাড়া দিতে গিয়ে
হারায় নিজস্বতা,
আমার রঙে রঙিন হয়ে,
হয়ে ওঠে আমার সান্ত্বনা ।
বেঁচে থাকি আমি
বেঁচে থাকে আমার কবিতা।
চেষ্টা করলাম একটি ইংরেজী রূপান্তরের। ভুলভ্রান্তি ক্ষমা করবেন।
Lots of words haunt me.
Each has its own expectations,
Desperate for its recognition .
One is who, me
Designed to choose .
And the me who complies ,
Selects a few
For me and only me.
And a script
Consoles me, each a day.
My poems are there
Just as solace, nothing to say.