খাচ্ছিলাম রাতের খাবার,
অসাবধানতাবশতই পড়ে গেলো
একটা ভাত মাটিতে।
যেন একটুকরো বিশ্বাস মাটিতে পড়লো,
“মাটিতে ভাত ফেলতে নেই”।
হাত বাড়ালাম তাই,
তুলে নিতে আমার সংস্কার ।
বাধ সাধলো একটি পিঁপড়ে ,
অবস্থানই জানালো তার অধিকার।
দাবীতে অনড়,
এটা তারই রোজগার।
তখন আমিই ঈশ্বর,
আমিই সংস্কার।