তুমি আছো
অন্য কোনো জগতে।
তুমি আছো ,আছি আমিও।
দিব্য ভরা সংসার জুড়ে।
হিংসে হয় সেই আমিটাকে,জানো?
যা পায়নি আমার এই আমি এইপাড়ে।
এইবারে।
পাচ্ছে সে জানি।
জানি সে আমিই, জানি একান্ত আমার অনুভবে।
তবু
হিংসে হয় সেই আমিটাকে,জানো?
যা পায়নি আমার এই আমি এইপাড়ে।
এইবারে।
তুমিও তো জানো তাই না?
বলো না?
বলছ তুমিও জানি ,বলছি আমিও।
শুধু শুনতে পাই না,পাও না তুমিও।
বাধ সাধে সম্ভাবনা ।
তবে
জানি সেখানেও যদি সে স্বার্থপর সম্ভাবনা ,
ঘটায় সেথায় নতুন কোনো দুর্ঘটনা ।
হয়ত আমি ,না হয় সেই তুমি।
তবু জেনো। ।
জানি তুমি জানো,তবুও
জেনো আমি আছি।
আর
তুমি আছো
অন্য কোনো জগতে।
তুমি আছো ,আছি আমিও।
দিব্য ভরা সংসার জুড়ে।