মাঝে মাঝে ভুলে যাই,
ভুলে যাই যে আমি হলাম
একটি প্রয়োজন ,একটি তাগিদ
এ  বিশ্বের খুবই অল্প কিছু অসংখ্য অংশের।
ভুলে যাই
খানিকটা শূন্যস্থানে
প্রতিনিয়ত
তাদের মর্জিমাফিক নৈকট্যের ফসল আমি।
প্রয়োজন তাদের এক স্বাক্ষীর,
তাই আমি।