বাদ দিই কেমনে বন্ধু?
তবে তো বাদ যাবে রূপটাই।
একটু অলংকারে সাজালে,
একটু আড়াল একটু আবডালে,
একটু ছায়ার আড়ালে,
জমেনা কি কাব্যি?
হয়ত না।
তবু
আমি অক্ষম,এটুকুই সাধ্যি।