শেষবার তুমি যেদিন না বলেছিলে।
মনে আছে তোমার?
আমিও বলেছিলাম না রূপান্তর নয়।
তুমিও বলেছিলে তাই।
বিদ্রোহ করলে ভালো হোতো জানো?
গত শতাব্দীর শুরুর দিকেই।
বা অনেক অনেক শতাব্দী আগেই।
বা মধ্যভাগেই।
বা খানিক শেষভাগেও।
জানো আজ এ শতাব্দীতে।
জানো আজ নামাজ পড়া হয় প্রতিটি মন্দিরে।
হরিনাম হয় প্রতি মসজিদে।
যীশুর অবাধ প্রবেশ মক্কায়।
প্রতিটি শিবস্তোত্র ব্যস্ত আল্লাহ বন্দনায়।
আল্লাহ কেঁদে মরে হে কৃষ্ণ করুণাসিন্ধু।
বুক ঠুকে বলে এ শতাব্দীর প্রেমিক প্রেমিকা।
না। না রূপান্তর নয়।
গীতায় নয়। কোরাণে নয়।
গুরুগ্রন্থসাহিবে নয়।
বাইবেলেও নয়। ত্রিপিটকেও নয়।
না রূপান্তর নয়।