“উতরে গেলো তোমার সংসার
এবারের মত
আমাকে পেয়েছিলে বলে।
এ সংসারের ঘানি টানতে টানতে
ভুলেছি নিজেকেই।
পেয়েছিলে আমাকেই।
পড়তে আর কারও পাল্লায়
বুঝতে তখন
কত ধানে কত চাল।
দেখতাম
ধরতো কে তখন
এ সংসারের হাল।
উতরে গেলো তোমার সংসার
এবারের মত
আমাকে পেয়েছিলে বলে।
কি হোলো
যাচ্ছো যে চলে
গেলে না তো বলে
এযাবৎ ঠিক কে
ভুলটাই বা কার?”
মানলাম প্রিয়ে
ভুল পুরোটাই আমার।
‘‘হুমমম”।
আরে চললে কোথায়?
পুরোটা যাওনা শুনে।
ভুল পুরোটাই আমার
মানলাম সেটি প্রিয়ে।
ভুল হয়েছে সেদিন
যেদিন তোমাকে করেছি বিয়ে।
“উতরে গেলো তোমার সংসার
এবারের মত .................
...................................................
...............................................