গিলে খাই
এ বিশ্ব এ ব্রহ্মান্ড এ সৃষ্টি,
প্রতি মুহূর্তে।
কিছু মেশে রক্তে, কিছু মেশেনা
চেতনে অবচেতনে।
মুক্তি পায়, না মেশারা
প্রতিনিয়ত রেচনে।
আর যতটুকু মিশে যায়
রয়ে যায়
আমার আমি হয়ে,
সেই সেই ক্ষণ পর্যন্ত ।
যে ক্ষণ গিলে খাবে আমার আমিকে।
হয়ত খানিক হজম করে
খানিক না করে।
আবার মুক্তি দেবে আমাকে
এ বিশ্ব এ ব্রহ্মান্ড এ সৃষ্টি,
আমার আমিকে
খানিক জুড়ে খানিক ছিঁড়ে।
আবার সেই আমি
এ সৃষ্টিতে আমার আমির অবচেতনে।
মর্জিমাফিক সৃষ্টির রেচনে।