কথা দিয়েছিলাম তোমায়।
হয়ত তাই আমার আমি
আগে মত হতে চায়।
মাঝে কিছুটা সময়,
নতুন অন্ধত্বের অনুভুতি,
ঘনঘোর তমসায় হাতেখড়ি,
যদিও
বদলেছে বেশ
বেশ কিছুটা আমায়।
নতুন করে চিনেছি ,
না পাওয়াই
বেশী করে পাইয়েছে তোমায়।
তবু
কথা দিয়েছিলাম তোমায়।
হয়ত তাই,
শুধু খোলোস বদলে আমার আমি ,
পুনরুত্থান চায়।